কার পানে চাইয়া রে মনা

রাধারমণ গীতিসমগ্র
কার পানে চাইয়া রে মনা
কার পানে চাইয়া
সাঞ্ঝাকালে ঘোর জঙ্গলে কান্দো রে
রে বিয়াকুল হইয়া ।
না লইলায় গুরুদীক্ষা, আগে
করলায় বিয়া
এমন সুন্দরী নারী কার ঠাইন
যাইবায় লইয়া
বড় বাড়ি বড় ঘর ভাই বড় কইলায়
আশা
সেই আশা ভাইঙ্গা নিবো নদীর
কূলে বাসা
রাধারমণ বলে নদীর
কূলে বইয়া
পার হইমু পার হইমু করি দিন তো
যায় মোর গইয়া ।
রাধারমণ গীতিসমগ্র

No comments:

Post a Comment

Your comments make me happy !