এ বিশ্ববাসী পাপতাপনাশী

দুর্বিন গীতিসমগ্র
এ বিশ্ববাসী পাপতাপনাশী
পারের তরণী নবীজি আমার ।।
কীট বৃক্ষ পাখি যতেক মানব
হুরপরী ফেরেস্তারা যতেক দানব
চন্দ্র সূর্য তারা গ্রহ সিতারা
বেহেস্ত দোজখ সারা নূরেতে যাহার ।।
সাগর ভূতল পাহাড় জঙ্গল
মরু কি উদ্যান জল কিংবা স্থল
আকাশ পাতাল আদি শহর গ্রাম নদী
সৃজিলেন বিধি খাতিরে তিনার ।।
ধর্মশাস্ত্র জ্ঞান রীতিনীতি বিধান
পাপ পূণ্য জ্বরা ব্যাধি মান অপমান
সুখ ভোগ বিলাস রিপু মায়াফাঁস
হতে পারে নাশ ইঙ্গিতে তাহার ।।
মসজিদ গীর্জা মন্দির শ্মশান
দেবালয় দরগা কিবা কবরস্থান
যত খোদার কৃতি তাতে নূরের জ্যোতি
দুর্বিন শা স্তুতি করে বারেবার ।।
দুর্বিন গীতিসমগ্র

No comments:

Post a Comment

Your comments make me happy !