লালন গীতিসমগ্র
আপনার আপনি যদি চেনা যায় ।
তবে তারে চিনতে পারি সেই দয়াময় ।।
ওপরওয়ালা সদর বারি আত্মারুপে অবতারী ।
মনের ঘোরে চিনতে নারি কীসে কি হয় ।।
যে অঙ্গ সেই অংশকলা কায় বিশেষে ভিন্ন বলা ।
যার ঘুচেছে মনের ঘোলা সে কী তা কয় ।।
সেই আমি কি এই আমি তাই জানিলে যায় দুর্ণামী ।
লালন কয় তবে কি ভ্রমি ও ভবকুপায় ।।
লালন গীতিসমগ্র
No comments:
Post a Comment
Your comments make me happy !