হাছন গীতিসমগ্র
এগো মা তব সম রুপ রঙ্গ কার ।
ঝিলিমিলি করে রুপে দেখি যে তোমার ।
বলা নাহি যায় তব রুপেরই বাহার ।।
সেই রুপে ঘর বানাইলো কলিজায় আমার ।
সব ছাড়িয়ে তব রুপ করিয়াছি সার ।।
রুপেতে মিশিবো তব কিছু চাইনা আর ।
এই মনে সাধ হইয়াছে হাছন রাজার ।
হাছন গীতিসমগ্র
No comments:
Post a Comment
Your comments make me happy !