মনোমোহন গীতিসমগ্র
আমার সংসার নয়তো রে ভাই, ওটা একটা পান্থশালা
দিনেক দুদিন বিশ্রাম করে, অমনি আবার যেতে চলা ।
আমার মত কতই জনে, আমার আমার ভেবে মনে
অহঙ্কৃত ছিলো ধনে, পেতে ছিলো সাধের মেলা ।
তার আগে তার আগে কত, ছিলো আরো শত শত
চিনিনা সে জন্মের মত, ভেঙ্গে গেছে সুখের খেলা ।
হাসিটি ফুরাতে দেয়না, অমনি আবার ছুটে কান্না
কাজ নাই আমার এ ঘরকন্না, আর ভালো লাগেনা জ্বালা ।
মনো বলছে তাই ভাবিয়ে, চোখ মুদিয়ে দেখ চেয়ে
গরম ছেড়ে নরম হয়ে, পর হরিনামের মালা ।।
মনোমোহন গীতিসমগ্র
No comments:
Post a Comment
Your comments make me happy !