দুর্বিন গীতিসমগ্র
নবীজি নবীজি নবীজি
তব চরণ পরশে আঁধার ঘুচিলো মরুদেশে ।।
পাপী তাপীর দায়, জন্ম নিয়াছো মক্কায়
সাধিবারে কাজ, আপে গেলেন মেহেরাজ
শফিউল মুজনবীন, শফিউল মুজনবীন, বিশ্ব মুগ্ধ সুবাসে ।।
কত আশিকান, প্রেমে দিলো প্রাণ
পাইতে চরণ, করে কঠোর সাধন
ইয়া রাসুল, ইয়া রাসুল, ইয়া রাসুল, জপে হুশ বেহুশে ।।
নূরেরই সুরত, ফেরেস্তা খাসলত
করিলেন গুলজার, দুনিয়ার মাঝার
পয়গাম্বর পয়গাম্বর পয়গাম্বর তুমি সর্বশেষে ।।
নূরেরই পুতুল, আশিকে বুলবুল
যাইতে ফুলসেরাত, করিবেন শাফায়াত
দুর্বিন শা, দুর্বিন শা, দুর্বিন শা আছে চরণ আশে ।।
দুর্বিন গীতিসমগ্র
No comments:
Post a Comment
Your comments make me happy !