কালাশা গীতিসমগ্র
মুর্শীদ ধর তন বিচার, মওলার নাম লইয়া কাম কর সার ।
ওরে মুর্শীদ বিনে এই সংসারে কে আছে আপন তোমার ।।
এ দুনিয়া হবে ফানা, বুঝলি না তুই মনরে কানা ।
ঘরের জরু, বিষের লাড়ু ওরে তুমি করছো সার ।।
সঙ্গের সঙ্গী কেহ নাই, কি বুঝ পাইয়াছো ভাই ।
আসবে শমন, বাঁধবে যখন, দোহাই তখন দিবে কার ।।
ধরিয়া মুর্শীদের হাতে, কবর হাশর পুলছেরাতে ।
ছকরাত সময়ের কালে মুর্শীদ করিবেন পার ।।
অধম কালাশায় বলে, জান শরীফ শার চরণ তলে ।
মুর্শীদ ইমাম ঠিক হইলে কিসের মুশকিল হবে তার ।।
কালাশা গীতিসমগ্র
No comments:
Post a Comment
Your comments make me happy !