ভাব বিনে কি ভাবের মানুষ ধরতে পারা যায়

জালাল গীতিসমগ্র
ভাব বিনে কি ভাবের মানুষ ধরতে পারা যায়
অচেনা এক ভাবের পাখি, হৃদাকাশে উড়ছে সদায় ।।
প্রেমময়ের প্রেমমুখ, দেখবার আশে কতই দুঃখ
স্থুল জগতে হইলো সুক্ষ্ম, তাই সে চিনা বিষম দায় ।।
ভাবেতে ব্রহ্মাণ্ড ঘুরে, বিশ্বব্যাপী একটি তারে
প্রাণের কথা ধীরে ধীরে, কানের কাছে কয়ে যায় ।।
কাননে ঐ কুসুম কলি, ঝরে ফোটে আসে অলি
রক্তজবা জুই চামেলী, আপনা রঙ্গ আপনি চায়
গিরি গুহায় বর্তমান, আছে কত ভাবের পাষাণ
এক জনেরই অনুসন্ধান, করতেছে লতায় পাতায় ।।
কেন জন্ম মৃত্যূ হয়, কয়জনে তার খবর লয়
গ্রহ তারা গগনময়, মিটি মিটি কেন চায়
ভাবের সাগর গভীর ভারি, সকলের ঘটেনা পাড়ি
প্রেমিকের ভাঙা তরী, বিন বাতাসে উজান ধায় ।।
ভাব নদীতে জীবনধারা, চলছে ভাটি, রয়না খাড়া
তেমনি করে যায় যে মারা, বাহ্য লীলা ভুল কোথায়
জালাল কয় মোর ভাবের গোলা, গুরু বিনে যায়না খোলা
দুই চক্ষে পড়েছে ধুলা, মন মজেনা চরণ সেবায় ।।
জালাল গীতিসমগ্র

No comments:

Post a Comment

Your comments make me happy !