রাধারমণ গীতিসমগ্র
কামিনীর কাম সাগরে মন তুমি নিমগন
কি জবাব দিবায় রে তুমি সামনে আসিলে শমন ।।
কখন সাধু কখন চোর কখন ভূতের চেলা
দিন যামিনী ভূতের বেগার মন করে উতলা ।
কখন পানি কখন আগুন কাম সাগরের মেলা
বেদবেদান্ত আদেশ মানা সদায় করো অবহেলা ।
যেজন সুজন হয় নাই তার ভাবনা
কুজনের কুপয়া মিশে ঘটে শেষে লাঞ্ছনা ।
কুকাজে দিবস গত সুকাজে নাই আনাগোনা
দিবা শেষে কি গতি রে চিন্তিয়া কুলতো পাই না ।
দিন গেলে ফিরে নারে, দিনে দিনে জীবন শেষ
কুকামেতে দিন গেলো পাপ বিনে নাই পুণ্যের লেশ
পাপের ভরা ভরিয়া নিলে ঠেকিবে রে শেষ কালে
মূল তোমার নাশ হইবে মহাজনের হিসাবকালে
ভাইবে রাধারমণ বলে দিন গেলো হেলায়
অন্তিমকালে দয়া বিনা নাই দেখিরে কোনো উপায় ।
রাধারমণ গীতিসমগ্র
No comments:
Post a Comment
Your comments make me happy !