নূরে আলা নূরে নবী শাফিউল মুজনবী

দুর্বিন গীতিসমগ্র
নূরে আলা নূরে নবী শাফিউল মুজনবী
ইসলাম রবি উদিলো মক্কায় ।।
জ্বীন ইনসান দুনিয়ার পাপীতাপী গুনাগার
উদ্ধারিতে আসিলেন ধরায়
দেখাইলেন সোজা পথ শরীয়ত আর তরিকত
হকীকত মারিফত শিখায়
যেদিন আল্লাহ পরোয়ার, নাম নিবেন ওয়াহিদুল কাহহার
শাফায়াত করিবেন মোস্তফায় ।।
যেদিন জমাবেন হাশর, সারে আলম হবে কাতর
নফসি নফসি বলিবেন সবায়
ইয়া হাবিল উম্মতি বলে কান্দিবেন দ্বীনের রাসুলে
গোনাহগার উম্মত তরাইবার দায়
ওগো আমার সাঁই কিবরিয়া, উম্মতে গুনাহ বসখাইয়া
পাপে মুক্তি দাওনা গো বান্দায় ।।
ফাতেমা জগতের মাতা লইয়া শহীদের মমতা
আরজি দিবেন খোদারই দরগায়
শহীদের খুনের বদলে বাবাজির উম্মত সকলে
দাও পাঠাইয়া বেহেশত খানায়
বলবেন আমার সাঁই নিরাকার, আজি আমি ওয়াহিদুল কাহহার
করবো বিচার পরীক্ষার দায় ।।
বলবেন ছায়্যিদুল মুরছালিন ওহে রাহমাতুল্লিল আলামিন
সকল মোমীন আছে মোর আশায়
সাত খণ্ড আমায় করিয়া দোজখেতে দাও পাঠাইয়া
বদলা বেহেস্ত দাওনা গো বান্দায়
এমন দ্বীনের রাসুল পাইতে তার চরণের ধুল
রইলাম আশে বলে দুর্বিন শায় ।।
দুর্বিন গীতিসমগ্র

No comments:

Post a Comment

Your comments make me happy !