মনোমোহন গীতিসমগ্র
ফাক তালে দুনিয়া ঘুরে সমের ঘরে বেদম ফাঁকি ।
ঠিক দিয়া দেখ জমা খরচ, উসুল নাই তোর কেবল বাকী ।।
যখন ভবে পয়দা হলে, তখন হতে খরচ গেলে
হিসাব করে দেখনা মূলে, হারে রে পিঞ্জরের পাখি ।
পুতুল খেলায় পুতুল সাজি, যাদের লাগি এ কারসাজি
বম ভোলানাথ দিয়া তারা, রসি বেধে মারছে ঝুকি ।
বুঝিয়া না বুঝিস কানা, আখেরে দুনিয়া ফানা
সার হলো তোর ধান ভানা, হারে মানুষ কলের ঢেকি ।
ভাব বুঝিয়ে মনোমোহন, পলায়ে রাখে জীবন,
ঘুমের ঘোরে দেখে স্বপন, কাল শমনে মারছে উকি ।
পলাইতে পথ আছে, দিন থাকিতে লওনা খুজে
পান্থশালার মন্থের কাছে, জানতে পারলে হয় লুকি ।।
মনোমোহন গীতিসমগ্র
No comments:
Post a Comment
Your comments make me happy !